পিপল পার আওয়ারে কাজ করবেন কিভাবে – ২য় পর্ব:

পিপল পার আওয়ারে কাজ করবেন কিভাবে

পিপল পর আওয়ারে কাজ করতে হলে প্রথমেই্ আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আজ  আমরা দেখব কিভাবে পিপিএইচএ অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং কিভাবে অওয়ারলি পোস্ট করতে পারি।

পিপিএইচ- এ অ্যাকাউন্ট তৈরিঃ

ফ্রিল্যান্সার হিসেবে আপনার সার্ভিস  সেল করতে হলে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।এক্ষেএে পিপিএইচ-এর হোমপেজে কোনো সাইন-আপ অপশন না থাকায় আপনাকে মেন্যুবারের যেকোনো একটিতে ক্লিক করতে হবে| ফলে, সাইন-আপ বাটনসহ নতুন আরেকটি মেন্যুবার আসবে|

gfhfg

 

পিপল পার আওয়ারে আপনার একাউন্ট করুন
sign-up-peopleperhour

 

এই সাইন-আপ বাটনে ক্লিক করলে নতুন ইউজারদের জন্য একটি সাইন-আপ পেজ আসবে, যেখানে আপনার মৌলিক কিছু ইনফরমেশন প্রদান করে অ্যাকাউন্ট অপেন করতে পারবেন| এক্ষেত্রে নিচের তিনটি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করতে পারেন-

ক) ফেইসবুক প্রোফাইল দিয়ে সাইন-আপঃ যাদের ফেইসবুক অ্যাকাউন্ট আছে তারা তাদের প্রোফাইলে প্রদত্ত তথ্য ব্যবহার করে পিপিএইচ-এ অ্যাকাউন্ট খুলতে পারেন|

খ) লিংকড-ইন প্রোফাইল দিয়ে সাইন-আপঃ সারাবিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রফেশনালরা তাদের ওয়েব অ্যাপিয়ারেন্স-এর জন্য লিংকড-ইন ব্যবহার করেন যা তাদের পছন্দের জব, ক্লায়েন্ট, কোম্পানি ইত্যাদি খুজে পেতে সাহায্য করে| লিংকড-ইন প্রোফাইলধারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে পিপিএইচ-এ সাইন-আপ করতে পারেন|

গ) ই-মেইল ব্যবহার করে সাইন-আপঃ আপনার ই-মেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈ্রি করতে নিচের তথ্যগুলো প্রদান করুন-

Screenshot_1

১।নামঃ এক্ষেত্রে আপনার নামের আদ্যংশ First Name ফিল্ডে এবং শেষাংশ Last Name ফিল্ডে ইনপুট করুন| নামটি অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ন হওয়া উচিত; অন্যথায় অর্থ লেনদেন ও ঊত্তোলনে কনফ্লিক্ট তৈ্রি করবে|

২।ই-মেইল অ্যাড্রেসঃ সাইন-আপ ফরমের এই ফিল্ডে আপনার ব্যবহৃত একটি বৈ্ধ ই-মেইল অ্যাড্রেস ইনপুট করতে হবে, যা পরবর্তীতে পিপিএইচ-এ লগ-ইন করতে ব্যবহার করবেন|

৩।পাসওয়ার্ডঃ এই ফিল্ডে পিপিএইচ-এ লগ-ইন করতে ব্যবহার করবেন এমন একটি পাসওয়ার্ড ইনপুট করুন|

৪।লোকেশনঃ এই ফিল্ডে আপনার অবস্থান/কর্মস্থল উল্লেখ করুন| লোকেশন ইনপুট করার সিন্টেক্সটি হল Ciy,Country. উদাহরণস্বরুপ- Dhaka,BD/ Sylhet,BD ইত্যাদি|

৫।অ্যাকাউন্ট টাইপঃ সবশেষে আপনার অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করতে হবে| পিপিএইচ-এ তিন ধরনের আকাউন্ট টাইপ আছেঃ

বায়ার- যারা পিপিএইচ থেকে সার্ভিস কিনতে চান তারা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন|

সেলার- পিপিএইচ-এ যারা সার্ভিস সেল করতে চান অর্থাৎ ফ্রিল্যান্সাররা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন|

বোথ- পিপিএইচ-এ সার্ভিস কিনা এবং বিক্রি দুটোতেই আগ্রহী- এমন ইউজাররা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে পারেন|

বিঃ দ্রঃ পরবর্তীতে সার্ভিস কিনার প্রয়োজন হতে পারে, এমন ফ্রিল্যান্সাররা আকাউন্ট টাইপ- বোথ সিলেক্ট করতে পারেন| যদিও, পিপিএইচ-এ যেকোনো সময় আপনার বর্তমান অ্যাকাউন্ট টাইপ থেকে অন্য অ্যাকাউন্ট টাইপে সুইচ করতে পারবেন|

সবশেষে সাইনআপ বাটনে ক্লিক করুন| এরপর লোড হওয়া পেজে ইমেইল আড্রেসটি ভেরিফাই করতে বলবে| সেজন্য আপনার পিপিএইচ সাইন-আপে ব্যবহৃত ইমেইলে লগ-ইন করে ভেরিফিকেশন লিঙ্কটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে|

 

পিপিএইচ-এ প্রোফাইল সাজানোঃ

পিওপল পার আওয়ার-এ প্রোফাইল সাজানো একটি ধারাবাহিক প্রক্রিয়া| এ পর্বে পিপিএইচ সেলার প্রোফাইল-এর গুরুত্বপূর্ন কিছু দিক নিয়ে আলোচনা করা যাক|

pphp

পিপিএইচ-এ লগ-ইন করার পর ইউজার আইডি’র উপর ক্লিক করলে যে ড্রপডাউন মেন্যু আসে তাতে PROFILE – EDIT অপশন থাকে, যার EDIT-এ ক্লিক করলে প্রোফাইল কাস্টমাইজেশনের জন্য একটি এডিটেবল পেজ আসবে| সেখানে পিপিএইচ সেলার হিসেবে আপনার নিম্নোক্ত প্রয়োজনীয় তথ্যসমূহ সংরক্ষন করতে পারবেন|

১) ক) সাইন-আপের সময় যে নাম ব্যবহার করেছিলেন তা এখান থেকে এডিট করতে পারবেন|

খ) কি পেশায় আপনি পিপিএইচ-এ কাজ করবেন তা এখানে ডিফাইন করবেন| আপনার জব টাইটেল হতে পারে সফটওয়্যার ডেভলপার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভলপার, কপিরাইটার, গ্রাফিক ডিজাইনার ইত্যাদি|

Screenshot7

২) ক) আপনার জব রিলেটেড কোনো COVER IMAGE যুক্ত করার জন্য সেটি ড্রাগ করে এই ফিল্ডে রাখলে তা অটোমেটিক আপলোড হতে থাকবে| অথবা Browse-এ ক্লিক করে ম্যানুয়ালি আপলোড করতে পারবেন|

খ) PROFILE PICTURE   যুক্ত করার জন্যও একই পদ্ধতি অবলম্বন করুন| তবে আপনার প্রোফাইল পিকচারটি অবশ্যই জেনুইন হতে হবে||

Screenshot_13

৩) ক) ঘন্টায় কত ডলারে আপনি পিপিএইচ-এ কাজ করতে আগ্রহী, তা এখানে ডিফাইন করুন| ডলার সাইন ($)-এর ডানপাশের ডাউন অ্যারো ক্লিক করে চাইলে অন্য কারেন্সিতেও আপনার আওয়ারলি রেট সেট করতে পারেন|

খ) PHONE ফিল্ডটিতে আপনার ব্যবহৃত একটি নাম্বার এড করুন| নাম্বারটি সাধারনত আপনার বায়ার বা অন্যান্য ইউজারের সাথে শেয়ারড থাকবেনা; তবে ইমারজেন্সিতে পিপিএইচ আপনার সাথে যোগাযোগের জন্য ব্যবহার করবে|৪) একজন ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টের কাছে নিজেকে আকষনীয়ভাবে উপস্থাপনের জন্য ABOUT YOU ফিল্ডটিতে নিজের এক্সপারটাইজ এবং অভিজ্ঞতার কথা লিখুন|

Screenshot_7

৪) একজন ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টের কাছে নিজেকে আকষনীয়ভাবে উপস্থাপনের জন্য ABOUT YOU ফিল্ডটিতে নিজের এক্সপারটাইজ এবং অভিজ্ঞতার কথা লিখুন|

Screenshot_14

৫) YOUR PROFILE SKILLS ফিল্ডে আপনার পেশাগত দক্ষতার বিভিন্ন দিক ট্যাগ আকারে যুক্ত করুন| এক্ষেত্রে স্কিলসেট টাইপের সময় পিপিএইচ-এর সাজেশন নিন|

Screenshot_9

৬) বায়ারদের কাছে নিজের স্পেশালিটি তুলে ধরতে ২ মিনিটের একটি ভিডিও তৈরি করে আপলোড করে রাখা যায়|

Screenshot_15

ভিডিওতে নিচের ৪টি প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে হবে-

  • Why the Buyer should trust you will deliver quality work?
  • What have you done in the past that proves your expertise?
  • What are your key strengths that make you stand out above other Sellers?
  • Why have you chosen People Per Hour as the platform to work on?

যদিও প্রফাইলের এই সেকশনটি অপশনাল, এটি বায়ারদের দৃষ্টি আকর্ষণ করতে খুবই কার্যকরী| আপাতত এটি স্কিপ করুন এবং পরবর্তীতে ভিডিওটি তৈ্রি করে আপলোড করুন|

৭) ক) এ পর্যন্ত করা আপনার উল্লেখযোগ্য কাজগুলো PORTFOLIO আকারে সাজিয়ে রাখার জন্য সেগুলো এখানে ড্রপ করুন|অথবা Browse করে ম্যানুয়ালি আপলোড করুন|

খ) কাজগুলো যদি অন্য কোনো সাইটে উঠানো থাকে তবে সেগুলো এখান থেকে এমবেড করে দিতে পারেন| সেজন্য Embed from other sites ক্লিক করলে যে পপ-আপ বক্স আসে তাতে ঐ সাইটে রাখা আপনার কাজের লিংক পেস্ট করুন|

Screenshot_10

৮) সাইপ-আপের সময় আপনার যে লোকেশন উল্লেখ করেছিলেন, তা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন|

Screenshot_16

৯) ফ্রিল্যান্সাররা যেহেতু ঘরে বসে অর্থাৎ নিজস্ব ওয়াকপ্লেস থেকে কাজ করেন তাই তারা NOTIFY ME ABOUT সেকশনে REMOTE WORK ONLY রেডিও বাটন সিলেক্ট করবেন| ফলে, পিপিএইচ আপনাকে আপনার জব-এর ধরন এবং স্কিল অনুযায়ী অ্যাভেইলাবল বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত করবে এবং তাতে আবেদন করার জন্য রিকমেন্ড করবে|

Screenshot_17

১০) সবশেষে ইনপুট করা তথ্যসমূহ ডাবল-চেক দিয়ে DONE বাটনে ক্লিক করুন|

 Screenshot_18

 

পিপিএইচ- আওয়ারলি তৈ্রিঃ

আওয়ারলি কি এবং তা ফ্রিল্যান্সারদের জন্য কতটুকু ইফেকটিভ সে সম্পর্কে পূর্বের পর্বে বিস্তারিত আলোকপাত করা হয়েছে| এই পর্বে আমরা দেখব কিভাবে একটি আওয়ারলি পোস্ট করতে হয়|

image028

 

পিপিএইচ-এ মেন্যুবারের Post Hourly মেন্যুতে ক্লিক করলে একটি ফরম আসবে, যাতে নিম্নোক্ত ফিল্ডগুলো ফিল-আপ করে আপনি আওয়ারলি পোস্ট করতে পারবেন|

 

১) আপনি কোন নির্দিষ্ট কাজটি কত ডলারে করবেন তা এই ফিল্ডে উল্লেখ করবেন|এর জন্য I can এর পর ঐ নির্দিষ্ট কাজটি এবং ডলার সাইন($)-এর পর ঐ কাজের বিনিময়ে বায়ার আপনাকে কত ডলার পে করতে হবে তার আমাউন্ট উল্লেখ করবেন|উদাহরনস্বরুপ, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তবে আপনার একটি বিডিং হতে পারে নিম্নরুপ|

image029

 

২) এই ফিল্ডে আপনি কত দিনে কাজটি ডেলিভারি দিতে পারবেন তা সিলেক্ট করে দিবেন| সাধারনত আওয়ারলি কাজগুলো ১ থেকে ৫ দিনের মধ্যে ডেলিভারি দিতে হয়| ৫ দিনের অধিক সময়ে ডেলিভারিযোগ্য কাজগুলো আওয়ারলি বলে বিবেচিত হবে না|

image029

 

৩) আপনার কাজটি কোন ক্যাটাগরির মধ্যে পরে তা এই জব ক্যাটাগরি ফিল্ডে নির্বাচন করে দিবেন|এখানে সাধারণত পিপিএইচ-এ আপনার জব টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ন অথবা ক্ষেত্রবিশেষে ভিন্ন কোন ক্যাটাগরি সিলেক্ট করতে করা যেতে পারে|

image031

 

৪) আওয়ারলি পোস্টিং-এর এই ফিল্ডটি খুবই গুরুত্বপূর্ন| কোন কোন কী-ওয়ার্ড দিয়ে সার্চ করলে ক্লায়েন্ট আপনার পোস্টটি পেতে পারেন এখানে সেগুলো ট্যাগ আকারে(কমা দ্বারা পৃথকীকৃত) রাখতে হয়|ট্যাগগুলো টাইপ করার সময় পিপিএইচ যেগুলো সাজেস্ট করে সেগুলো বেশ কার্যকর | উদাহরণস্বরুপ, আমাদের নমুনা আওয়ারলির জন্য নিম্নরুপ ট্যাগক্লাঊড সন্নিবেশ করা যেতে পারে|

image033

 

৫) এই ফিল্ডে আপনার এই আওয়ারলি কাজের সাথে প্রাসঙ্গিক কোনো ইমেজ, ভিডিও

image035

ইত্যাদি আপলোড করতে পারেন অথবা আপনার পোরটফোলিও সাইট (যদি থাকে) থেকে এমবেড করে দিতে পারেন|

 

৬) পোস্টিং-এর এই ফিল্ডটিতে আওয়ারলি সম্পর্কে আরেকটু ডিটেইল্ড বর্ণনা দিতে পারেন|

image037

এখানে যাই লিখুন তা হতে হবে আপনার আওয়ারলির সাথে প্রাসঙ্গিক; পাশাপাশি বায়ারের জন্য আকর্ষনীয়|

 

৭) আওয়ারলি পোস্টিং-এর এই ফিল্ডটিও খুবই ইফেক্টিভ, যেখানে বায়ারকে কি কি এডিশনাল সার্ভিস প্রদান করতে পারবেন (যার মাধ্যমে আপনি এক্সট্রা আর্ন করতে পারবেন) তা যোগ করা যায়|

image039

 

এভাবে একাধিক এড-অনস তৈ্রি করতে পারেন| নতুন ইউজাররা আপাতত এই সেকশনটি স্কিপ করতে পারেন|

 

৮) আপনার আওয়ারলিটি সম্পন্ন করতে ক্লায়েন্টের কাছ থেকে রিক্যয়ারমেন্টসমূহ এই ফিল্ডে উল্লেখ করতে পারেন| আমাদের নমুনা আওয়ারলির ক্ষেএে স্যাম্পল ওয়েবপেজেসসহ অন্যান্য প্রাসঙ্গিক উপাত্ত রেক্যুয়েস্ট করা যেতে পারে|

image041

 

৯) এই ফিল্ডে আপনি আপনার আওয়ারলির জন্য ডিসকাউন্ট অফার (২৪ ঘন্টার মধ্যে অর্ডারের ক্ষেএে প্রযোজ্য) করতে পারেন|

image043

 

১০) পরে দৃশ্যমান দুটি রেডিও বাটনের একটি সিলেক্ট করতে হবে| ফ্রিল্যান্সাররা সাধারনত তাদের পারসনাল ওয়ার্কপ্লেস থেকে কাজ করেন বলে রিমোটলি সিলেক্ট করবেন| আর যাদের ক্লায়েন্টের ওয়ার্কপ্লেসে কাজ করার সম্ভাবনা আছে তারা সাইট সিলেক্ট করবেন|

image045

১১) সবশেষে চেকবক্সটি সিলেক্ট করে (আপনি পিপিএইচ মার্কেটপ্লেস টার্মস এন্ড কন্ডিশনস মেনে পোস্ট করতেছেন নিশ্চিত করে) Post Hourly বাটনে ক্লিক করেন|

image047

 

 

 

লেখক: নাজমূল হক
বিঃদ্রঃ – এই লেখাটি “মাসিক কম্পিউটার জগৎ” ম্যাগাজিনের “ফেব্রুুয়ারী ২০১৬” সংখ্যায় প্রকাশিত হয়েছে।

4 thoughts on “পিপল পার আওয়ারে কাজ করবেন কিভাবে – ২য় পর্ব:

Comments are closed.

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top