বিহ্যান্স পার্ট-২ : বিহ্যান্স এ প্রোফাইল কমপ্লিট ও রিজিউম তৈরি করা

behace-portfolio

গত পর্বে আমরা দেখেছিলাম বিহান্স পরিচিতি, একাউন্ট তৈরি করা, প্রজেক্ট আপলোড করা সহ কিছু বিষয়। আমরা আজ এইপর্বে দেখব একটি বিহান্স প্রোফাইল কমপ্লিট করে কিভাবে একটি ভাল রিজিউম তৈরি করতে হয়।

বিহ্যান্স www.behance.net মূলত গ্রাফিক্স ডিজাইনারদের কাজ বা পোর্টফলিয় শো করার একটি ওয়েবসাইট। সাধারনত এখানে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনাররা তাদের বিভিন্ন গ্রাফিক ডিজাইন প্রজেক্ট (যেমন -লোগো, ভিজিটিং কার্ড, ফ্লায়ার বা ব্রশিউর, ওয়েবসাইট পিএসডি টেম্প্লেট)রাখে এবং তাদের ক্লায়েন্টদের দেখায়, তখন ক্লায়েন্টরা তাদের কাজ দিতে আগ্রহী হয়। অনেক ক্লায়েন্ট বিহ্যান্স থেকে সরাসরি গ্রাফিক ডিজাইনারদের হায়ার করে। আর এ জন্যই বিহ্যান্স গ্রাফিক ডিজাইনারদের কাছে অনেক জনপ্রিয়।

বিহ্যান্সে প্রোফাইল কমপ্লিশন প্রক্রিয়ার এক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতার যোগ করার সময় ব্যবহারকারিকে একটি পরিপূর্ণ রিজিউম তৈরি করতে হয়। তাই দুটি প্রক্রিয়াকে আলাদাভাবে যথাসম্ভব সাবলিলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

প্রোফাইল কমপ্লিট করা

বিহ্যান্সে অ্যাকাউন্ট তৈরির পর প্রোফাইল শতভাগ সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারন অসম্পূর্ণ প্রোফাইল ডিজাইনার হিসেবে আপনার সীমাবদ্ধতার ইম্প্রেশন দেয়। যাই হোক প্রোফাইল কমপ্লিট করার প্রক্রিয়াটি একেবারেই সহজ এবং সম্পূর্ণ করার পরও তথ্যগুলো পরবর্তীতে যেকোনো সময় হালনাগাদ করতে পারবেন।

 

behance-edit-profile

 

বিহ্যান্সে লগড-ইন থাকা অবস্থায় আপনার অ্যাকাউন্ট ড্রপডাউন মেন্যু থেকে My Profile অপশনে ক্লিক করুন।ফলে আপনার প্রোফাইল পেইজ আসবে- এখান থেকে Edit Profile বাটনে ক্লিক করুন। নতুন যে পেজ আসবে সেখানে নিম্নোক্ত তথ্যসমূহ প্রদান করুনঃ-

১) বেসিক ইনফরমেশনঃ এখানে সাধারণত আপনার নিজের সম্পর্কে কিছু মোলিক তথ্য ইনপুট করতে হবে।

প্রথমত, প্রোফাইল পিকচার এরিয়ার নিচে অবস্থিত Upload লিংক থেকে আপনার বিহান্স অ্যাকাউন্টের জন্য একটি যুতসই প্রোফাইল পিকচার নির্ধারণ করতে পারেন।তারপর নিচের ফিল্ডগুলো ক্রমান্বয়ে পূরণ করূন।

 

behance-profile-basic-info

 

ক) First Name / Last Name: এখানে অ্যাকাউন্ট তৈরির সময় যে নাম প্রদান করেছিলেন তা চাইলে এডিট করতে পারেন।

খ) Occupation: আপনার বর্তমান পেশা এখানে উল্লেখ করুন। পেশা হতে পারে- গ্রাফিক ডিজাইনার, আর্কিটেক্ট, আর্ট ডিরেক্টর কিংবা কোনো বিশেষায়িত ক্ষেত্র যেমন ব্রান্ড ডিজাইনার, UI/UX ডিজাইনার ইত্যাদি অথবা সিম্পলি স্টুডেন্ট, টিচার, ইনস্ট্রাক্টর ইত্যাদি অর্থা আপনি যে কর্মে নিয়োজিত আছেন তা-ই এখানে উল্লেখ করুন। তবে আপনার পেশা এবং দক্ষতার ক্ষেত্র দুটি আলাদা জিনিস।

গ) Company: আপনি যদি কোনো প্রতিষ্টানে কর্মরত থাকেন তবে তার নাম এখানে উল্লেখ করুন।

ঘ) Location: অ্যাকাউন্ট তৈরির সময় যে লোকেশন উল্লেখ করেছিলেন তা চাইলে এখানে এডিট করতে পারেন।

 

ঙ) Website URL: আপনার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট কিংবা ব্লগ থাকলে তার লিংক এখানে পেস্ট করুন।অথবা কোনো সাইটে আপনার কাজ ফিচারড হলে সেই সাইটের লিংক দিতে পারেন।

 

২) টিমসঃ যারা যৌথভাবে ডিজাইনিং বা অন্যান্য কাজ করেন তারা সাধারণত এক বা একাধিক টিমের সাথে যুক্ত থাকেন। বিহান্সে কোনো নির্দিষ্ট টিমের সাথে যুক্ত থেকে ব্যক্তিগত বা সম্মিলিত প্রজেক্টে কাজ করার বিশেষ কার্যকারিতা ও সম্ভাবনা রয়েছে, যা আলোচনা সাপেক্ষ।

 

behance-team

 

Join A Team: আপনার টিমটি ইতোমধ্যে বিহ্যান্সে নিবন্ধিত থাকলে তার নাম এই ফিল্ডে টাইপ করার সময় সাজেশনে আসবে এবং তাতে যুক্ত হতে পারেন; আর নিবন্ধিত না থাকলে টিমের নাম টাইপ করার পর Create it now ক্লিক করলে আরেকটি লোড হওয়া পেজ থেকে নতুন টিম গঠন করতে পারেন, তবে তা ভিন্ন প্রসেস যেটি আপাতত স্কিপ করতে পারেন এবং পরবর্তিতে বিহান্সে নিবন্ধিত অন্যান্য কো-ওয়ার্কারস-দের সাথে মিলে টিম ক্রিয়েট করতে পারেন।পাশাপাশি এই অপশন থেকেই কোনো টিম থেকে বের হতে পারেন অর্থাৎ যেকোনো টিম ত্যাগ করতে পারেন।

 

৩) অন দ্য ওয়েবঃ ইন্টারনেটে যেসব যোগাযোগ মাধ্যমে আপনার অবস্থান রয়েছে তাতে আপনার প্রোফাইলসমূহের লিংক বিহান্স প্রোফাইলের সাথে যুক্ত করতে পারেন। যেসব মাধ্যমের অ্যাকাউন্ট যোগ করতে পারেন সেগুলো হলো- Twitter, Facebook, Dribbble, LinkedIn, Vimeo, Flickr, YouTube, Pinterest, Google+, Tumblr, Etsy এবং Instagram.

এসব যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকলে তাতে ইউজারনেম-সমূহ স্ব-স্ব ফিল্ডে পেস্ট করে Submit-এ ক্লিক করুন।

behance-on-the-web

 

৪) অ্যাবাউট মিঃ এই সেকশনে নিজের ক্যারিয়ার, দক্ষতা, অভিজ্ঞতা, পেশন, এম্বিশন ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত ও গোছালো বক্তব্য উপস্থাপন করুন। সেজন্য Section Title-এ নিজের পেশা সম্পর্কিত একটি আকর্ষনীয় টাইটেল ( Sentence কিংবা Phrase আকারে) এবং বক্তব্যের মূল অংশটি Description ফিল্ডে লিখুন। এক্ষেত্রে আইডিয়া নিতে আপনার সমধর্মী কাজ করেন এমন অন্যান্য প্রতিষ্টিত বিহ্যান্স অ্যাকাউন্টধারিদের About Me সেকশন পর্যবেক্ষন করতে পারেন।

behance-about-me

৪) ওয়ার্ক এক্সপেরিয়েন্সঃ বিহ্যান্সে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ করার জন্য Add Work Experience লিঙ্কে ক্লিক করুন। ফলে নতুন যে পেজ আসবে সেখানে প্রকৃতপক্ষে আপনাকে রিজিউম তৈরি করতে বলা হবে।এখানে রিজিউম তৈরি করতে হলে নিম্নের তথ্যসমূহ ইনপুট করতে হবে (যদিও কিছু তথ্য আপনার বিহ্যান্স অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডিরাইভড করা থাকে)

behance-work-experience

বিহান্সে রিজিউম তৈরিঃ

ক) বেসিক ইনফোঃ

১) Full Name: এখানে আপনার পূরো নাম লিখতে হবে। যদিও আগে থেকেই অ্যাকাউন্ট ইনফো থেকে আপনার নাম এখানে চলে আসে, তবু চাইলে এখান থেকে রিজিউমের জন্য তা এডিট করতে পারেন অর্থাৎ আগে পিছে বা মধ্যে আরো কিছু যোগ করতে পারেন বা বাদ দিতে পারেন।

২) Occupation / Job Title: এই ফিল্ডে আপনার পেশা বা জব টাইটেল যোগ করেন।

৩) Location: আপনার কান্ট্রি ও সিটি সিলেক্ট করুন।

behance-basic-info

খ) কন্টাক্ট ইনফোঃ

১) Email Address: আপনার প্রোফেশনাল ইমেল এড্রেসটি এখানে যোগ করুন।

২) Phone Number: এখানে আপনার সাথে যোগাযোগের জন্য নির্দিষ্ট ফোন নাম্বারটি যোগ করুন।

৩) Website URL: এখানে ওয়েবসাইট ইউআরএল হিসেবে আপনার Behance Public Portfolio ডিফল্ট হিসেবে সিলেক্টেড থাকে, যা আপনার রিজিউমে http://be.net/বিহ্যান্স-ইউসারনেম ফরমেটে প্রদর্শিত হবে। অথবা, আপনার অন্য কোনো ব্যক্তিগত পোর্টফলিও সাইটের লিঙ্ক দিতে চাইলে Behance Public Portfolio-এর পাশের ডাউন অ্যারো থেকে Other URL সিলেক্ট করে ঐ পোর্টফলিও সাইটের লিঙ্ক পেস্ট করুন।

behance-contact-info

গ) পার্সনাল স্টেটমেন্টঃ রিজিউমের এই ফিল্ডে প্রদত্ত বক্তব্য খুব-ই গুরুত্বপূর্ন। Resume-এ সাধারণত নিজের পেশাগত ব্যক্তিত্ব প্রকাশের জন্য এই স্টেটমেন্ট কার্যকরি। তাই এখানে আপনার ক্যারিয়ার অবজেক্টিভের পাশাপাশি পেশাগত দক্ষতার ক্ষেত্র, এম্বিশন ইত্যাদি উল্লেখ করে স্টেটমেন্ট দিতে পারেন।

behance-personal-statement

ঘ) ওয়ার্ক এক্সপেরিয়েন্সঃ এক বা একাধিক প্রতিষ্ঠানে আপনার পেশাগত অভিজ্ঞতা যোগ করতে Add Work Experience লিঙ্কে ক্লিক করেন। ফলে যে ফরম আসবে তাতে নিম্নোক্ত তথ্য প্রদান করতে হবে।

behance-work-experience

১) Company / Organization: আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার নাম এখানে প্রদান করুন।

২) Website: উক্ত প্রতিষ্ঠানের Website URL এখানে টাইপ করুন।

৩) Location: প্রতিষ্ঠানটির লোকেশন (কান্ট্রি, সিটি) সিলেক্ট করেন।

৪) Position: উক্ত প্রতিষ্ঠানে আপনার পজিশন অর্থাত আপনি কোন পোস্টে নিয়োজিত ছিলেন তা এখানে উল্লেখ করুন।

৫) Starting From: আপনার জব শুরুর মাস ও সাল নির্ধারণ করতে Month ও Year-এর পাশের অ্যারো থেকে তা সিলেক্ট করুন।

৬) Ending In: একইভাবে জব শেষ হওয়ার মাস ও সাল নির্ধারণ করুন।

৭) Details: উক্ত প্রতিষ্ঠানে কি কি দায়িত্ব পালন করতেন তার বর্ণনা এই ফিল্ডে দিতে পারেন।

সবশেষে Add Work Experience বাটনে ক্লিক করুন। আরো এক্সপেরিয়েন্স যোগ করতে + Add Work Experience-এ ক্লিক করে অন্যান্য প্রতিষ্ঠানে আপনার কর্ম-অভিজ্ঞতার বর্ণনা দিতে পারেন।

ঙ) এডুকেশনঃ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আপনার পড়াশোনার তথ্যসমূহ এই সেকশনে যোগ করতে পারেন। এডুকেশন যোগ করার নির্ধারিত ফিল্ডসমূহ মোটামুটি Work Experience ফিল্ডসমূহের অনুরুপ হওয়ায় তা পূরণ করার পদ্ধতির পুনরাবৃত্তি না করে স্কিপ করা হল।

চ) অ্যাওয়ার্ডসঃ + Add Award লিংকে ক্লিক করে এ পর্যন্ত আপনার অর্জিত অ্যাওয়ার্ডসমূহ যোগ করতে পারেন। সেজন্য অ্যাওয়ার্ড প্রদানকারি প্রতিষ্ঠানের নাম, তাদের ওয়েব অ্যাড্রেস, প্রাপ্ত অ্যাওয়ারড/কনটেস্ট-এর নাম, অ্যাওয়ার্ড গ্রহনের সাল ইত্যাদি তথ্য প্রদান করে Add Award বাটনে ক্লিক করুন। এক্ষেত্রেও একাধিক অ্যাওয়ার্ড যোগ করতে পারেন।

 

behance-awards

ছ) ল্যাংগুয়েজেসঃ যেসকল ভাষায় আপনার দক্ষতা আছে সেগুলো যোগ করার জন্য + Add Language-এ ক্লিক করুন। এখানে ভাষার নাম উল্লেখ করুন এবং উক্ত ভাষায় দক্ষতার মাত্রা (বিগিনার, কনভারসেশনাল, অ্যাডভান্সড, ফ্লুয়েন্ট, নেটিভ) সিলেক্ট করে Add Languge বাটনে ক্লিক করুন। + Add Language-এ ক্লিক করে অন্যান্য ভাষায় দক্ষতা যোগ করা যাবে।

language

জ) স্কিলসঃ যেসকল বিষয়ে আপনার প্রফেশনাল স্কিল রয়েছে সেগুলো এখানে উল্লেখ করুন। আপনি যে ক্যাটাগরির কাজ করেন তার কয়েকটি স্কিলসেট তৈরি করে সন্নিবেশ করতে পারেন। আপনি হতে পারেন গ্রাফিক ডিজাইনার, ফটো এডিটর, আর্ট ডিরেক্টর, ইলাস্ট্রেটর কিংবা ওয়েব ডিজাইনার; সুতরাং এসব ক্যাটাগরির যেসকল বিষয়ে আপনার এক্সপারটাইজ রয়েছে তার স্কিলসেট তৈরি করুন। উদাহরণস্বরুপ, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তবে আপনার স্কিলসেটে থাকতে পারে Icon and Button Design, Business Card Design, Newsletter Design, Print Element Design, Web Element Design, Form Design, Mockup Design, Web Template Design, UI/UX Design, Photoshop, Illustrator, Fireworks

behance-skill

ঝ) কাস্টম সেকশনঃ এই সেকশনে বিহ্যান্স রিজিউমে প্রদর্শন উপযোগি কোনো বিষয় যোগ করতে পারেন যা হবে আপনার সম্পূর্ণ নিজস্ব সংযোজন। অর্থাৎ এই সেকশনে কোনো টাইটেল এবং ডিটেলস আপনি নিজে ডিফাইন করতে পারেন। এখানেও একাধিক কাস্টম সেকশন যোগ করার সু্যোগ রয়েছে।

behance-custom-section

যাই হোক, রিজিউমের এসব ফিল্ডগুলো পূরণ করার পর আপনার তৈরিকৃত রিজিউমের লুক দেখতে পারেন; সেজন্য রিজিউম এডিটর পেজের একেবারে উপরের View Resume বাটনে ক্লিক করুন।

behance-view-resume

তাছাড়া ডানপাশের Visible To সেটিংস থেকে আপনার রিজিউমকে Only You (এডিট মোড) থেকে Behance Members Only(শুধুমাত্র বিহ্যান্স রেজিস্টার্ড ইউজাররা দেখতে পারবেন) কিংবা Public (সব বিহান্স ভিজিটরদের জন্য উন্মুক্ত) –এ পরিবর্তন করতে পারেন।

behance-visible

 

এভাবে আপনি আপনার রিজিউম তৈরি করতে পারেন।

 

** ফাইনালি আমরা বিহ্যান্স ব্যবহার করব নিচের তিনটি কারণে

১) আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমার কাজের উদাহরন ক্লায়েন্ট কে দেখানোর প্রয়োজন। আর গ্রাফিক্স ডিজাইনের কাজ দেখানোর জন্য বিহ্যান্স হচ্ছে সবচেয়ে ভাল জায়গা।

২) আপনি ভাল ডিজাইন তৈরি করতে পারলে বিশ্বের ভিবিন্ন লোকজন আপনার ডিজাইন দেখবে, আপনার ডিজাইনের প্রচুর ভিউ হবে, অনেকেই আপনাকে তাদের কাজের জন্য হায়ার করবে।বাংলাদেশে এমন অনেকেই আছেন যারা ফ্র্রিল্যান্স মার্কেটপ্লেস upwork.com freelancer.com তেমন কোন কাজই করেননি পায় সব কাজই তারা বিহ্যান্স থেকে পেয়েছেন।

৩) বিহ্যান্স ব্যাবহার করা শুরু করলে এটি হবে আপনার একটি স্থায়ী পোর্টফলিয় শোকেস যা আপনি ফ্রিল্যান্সিং জব ছাড়াও দেশীয় যেকোন গ্রাফিক্স ডিজাইন কোম্পানিতে কাজ করতে গেলে আপনি আপনার কাজ শো করতে পারবেন।

 

লেখক: নাজমুল হক

[বিঃদ্রঃ – এই লেখাটি “মাসিক কম্পিউটার জগৎ” ম্যাগাজিনের মে ২০১৬ সংখ্যায় প্রকাশিত হয়েছে ]

 

 

বিহ্যান্স পার্ট-১ – গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি অসাধারন পোর্টফোলিও ওয়েবসাইট

বিহ্যান্স পার্ট-২ : বিহ্যান্স এ প্রোফাইল কমপ্লিট ও রিজিউম তৈরি করা

 

 

One thought on “বিহ্যান্স পার্ট-২ : বিহ্যান্স এ প্রোফাইল কমপ্লিট ও রিজিউম তৈরি করা

Comments are closed.

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top