ডিজাইনিং শেখার জন্য একটি বাংলা ট্রেনিং সাইট

যারা দীর্ঘদিন থেকে “ডিজাইনার ট্রেনিং” সাইটের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম যে, সাইটের বেটা ভার্সনের কাজ শেষ হয়েছে। সেসময় সাইটের ঠিকানা আমি জানাইনি। যেহেতু এখনও অনেক কাজ বাকি তাই এই মূহুর্তে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করছি না। তবে সাইটের হোমপেইজ এবং আরো কয়েকটি পৃষ্ঠা ইচ্ছে করলে এখনই ব্রাউজ করতে পারবেন। সাইটের ঠিকানা হচ্ছে – http://designer.webcraftbd.com

লগইন করার পর সাইটের মূল ফিচারগুলো দেখা যাবে। এই মূহুর্তে আমি স্বল্প সংখ্যক ব্যবহারকারীকে সাইটে লগইন করার অনুমতি দিব, যারা সাইটটি পূর্ণরূপ পাবার আগ পর্যন্ত একজন বেটা টেস্টার (Beta Tester) হিসেবে সাইট তৈরিতে আমাকে সাহায্য করবেন। একজন বেটা টেস্টার যেসকল বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন সেগুলো হল –

  • বাংলায় ফটোশপের টিউটোরিয়াল তৈরি
  • বাংলায় ব্লগ লেখা
  • সাইটকে আরো সহবোধ্য করতে আপনার মতামত, পরামর্শ বা সাইটে কোন সমস্যা থাকলে তা জানানো
  • সাইটের মূল একটি ফিচার “নিজেকে যাচাই করুন” অংশের ব্যবহার ইত্যাদি।

প্রথম অবস্থায় ১০০ জনকে সাইটটি ব্যবহারের অনুমতি দেয়া হবে। আপনি আগ্রহী হলে admin@webcraftbd.com এই ঠিকানায় ইমেইল করে আমাকে জানিয়ে দিন আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারবেন। তারপর আপনাকে ইমেইল করে একটি লিংক পাঠিয়ে দেয়া হবে, যাতে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।


যারা এই সাইট সম্পর্কে অবহিত নন, তারা নিচের লিংকগুলো থেকে বিস্তারিত জানতে পারবেন –

6 thoughts on “ডিজাইনিং শেখার জন্য একটি বাংলা ট্রেনিং সাইট

  1. CMS টি আমরা নিজেরাই তৈরি করেছি। এতে Smarty Template এবং ADODB লাইব্রেরী ব্যবহৃত হয়েছে।

Comments are closed.

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top