আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? -২য় পর্ব

building-a-great-profile

 

গত পর্বে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্কের কিছু বেসিক বিষয় এবং একাউন্ট তৈরি করা দেখেছিলাম। একাউন্ট তৈরি করার পর আপনার প্রোফাইল ভালকরে তৈরি করতে হবে, আমরা এই পর্বে দেখব কিভাবে নিজের একটি ভাল প্রোফাইল তৈরি করতে হয় (Building a great profile)।

আপনার একাউন্ট তৈরি এবং ইমেইল থেকে একাউন্ট ভেরিফিকেশনের পর আপনি যখন আপওয়ার্কে লগিন করবেন তখন নিচের চিত্রের মত দেখতে পাবেন –

 

upwork-create-my-profile

 

এখান থেকে Create my Profile বাটনে ক্লিক করে নিজের প্রোফাইল তৈরি করা শুরু করুন। বাটনে ক্লিক করার পর প্রথমেই আপনাকে কাজের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নির্বাচন করতে হবে। তারপর Introduce Yourself  নামে একটি ফরম আসবে –

 

upwrok-infroduce-yourself

 

Portrait:

এখানে আপনার একটি প্রফেশনাল ফটো দিন। প্রফেশনাল ফটো কেমন হবে দেখে নিন এই লিংক থেকে ফটোটিতে যেন আপনার চেহারা পরিস্কার বোঝা যায় এবং হাস্যোজ্জল থাকে সেদিকে লক্ষ্য রাখবেন, ফটোটি প্লেইন কালার ব্যাকগ্রউন্ড হলে ভাল। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার বেশিরভাগ ক্লায়েন্টই হবে পশ্চিমা দেশগুলোর, সেখানে এমন প্রোফাইল ফটোই হলো স্যান্ডার্ড। আর আমাদের দেশের সিভি/রিজিউম স্যান্ডার্ড ফটো হচ্ছে স্যুটটাই পরা সিরিয়াস মুডের ফটো, এমন ফটো ফ্রিল্যান্সিং প্রোফাইল এ না দেয়াই ভাল, এখানে আরো কিছু স্যাম্পল ফটো এবং গাইডলাইন আছে দেখে নিতে পারেন।

Professional Title:

এখানে আপনি কি করেন তা লিখেন। যেমন আপনি ওয়েব ডিজাইনার হলে লিখতে পারেন Web Designer বা Frontend Web Designer বা Creative Web Designer গ্রফিক ডিজাইনার হলে লিখতে পারেন Graphic Designer বা Creative Graphic Designer

Overview:

অভারভিউ সেকশনে আপনার কি কি দক্ষতা আছে, কতদিনের অভিজ্ঞতা আছে, আপনার পূর্বের প্রজেক্টের অভিজ্ঞতা, যোগাযোগের দক্ষতা ইত্যাদি বর্ণনা করতে পারেন, সর্বোপরি আপনার সম্পর্কে, সার্ভিস সম্পর্কে কিছু লিখতে পারেন। চেষ্ঠা করবেন খুব কম কথায় নিজেকে ফুটিয়ে তুলতে এবং লেখায় যেন কোন ভুল না থাকে।

Skills:

এখানে আপনি যে কাজগুলো পারেন সেগুলো লিখতে পারেন। যেমন আপনি ওয়েব ডিজাইন পারেন তাহলে আপনি এখানে Html, css, psd-to-html ইত্যাদি লিখতে পারেন। এগুলো হচ্ছে একএকটি ট্যাগ, এগুলো ভালভাবে দিলে ক্লায়েন্ট আপনাকে সহজে সার্চ করে পাবে।

English Proficiency:

এখানে আপনি কতটুকু ইংরেজি জানেন তা সিলেক্ট করে দিন।

Other Languages:

অন্য কোন ভাষা জানলে তা এখানে যোগ করে দিতে পারেন।

Availability to work on Upwork:

আপনি সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন তা উল্লেখ করে দিন। তথ্যগুলো দিয়ে Save & Continue বাটনে ক্লিক করুন। তারপর Experience & Education নামে আরেকটি পেজ আসবে –

 

upwrok experience & education

 

এখানে আপনার কাজের Experience Level কাজের কত দিনের তা নির্বাচন করুন

Employment History:

পূর্বে কোথাও কাজ করলে তা এখানে বর্ণনা করুন।

Education:

আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে বর্ণনা করুন।

Certifications:

আপনার যদি Microsoft, Cisco, Zend, Adobe, IELTS বা অন্য কোন সার্টিফিকেট অর্জন করা থাকে তাহলে এখানে বর্ণনা করুন।

Portfolio Projects:

এটি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও হচ্ছে আপনার পূর্বের করা কাজ। আপনি যদি ওয়েব ডিজাইনার হন তাহলে পূর্বে যেসব ওয়েবসাইট ডিজাইন করেছেন তা এখানে দিন বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে পূর্বে যেসব লগো, বিজনেস কার্ড বা ফ্লায়ার ডিজাইন করেছেন তার কয়েকটি Sample এখানে যুক্ত করে দিন। নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে পোর্টফোলিও ফ্রিল্যান্সিং প্রজেক্ট পেতে সাহায্য করে। কমপক্ষে ৫টি পোর্টফোলিও এখানে যোগ করে দিন। তারপর Save & Continue বাটনে ক্লিক করুন, তখন Final Details নামে আরেকটি পেজ আসবে –

 

upwrok final details

 

Set your Hourly Rate:

এখানে আপনি আপনার কাজের ঘন্টাপ্রতি রেট দিন। আপওয়ার্ক এবং ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার ক্যাটাগরির কাজের জন্য অনর‌্যা কেমন ঘন্টাপ্রতি রেট নেয়। সাধারনত কাজের ক্যাটাগরি এবং ফ্রিল্যান্সারের অভিজ্ঞতার ভিওিতে ঘন্টাপ্রতি রেট ৫ ডলার থেকে ১০০ ডলার হয়ে থাকে।

 

Location Information:

আপনার ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিয়ে Save & Continue বাটনে ক্লিক করুন। তারপর আরেকটি পেজ আসবে এখানে Submit for Review বাটনে ক্লিক করুন এবং আপনার মেম্বারশিপ প্লান সিলেক্ট করুন। তখন আপনার প্রোফাইলটি আপওয়ার্ক রিভিউ করবে। রিভিউ এর জন্য সাধারণত ১২ ঘন্টা সময় নেয়।

এই পর্বে এপর্যন্তই, আমরা আগামী পর্বে দেখব কিভাবে এই আপওয়ার্ক প্রোফাইলটিকে ১০০% প্রফেশনাল করতে পারি । তারপর এই মার্কেটপ্লেসের বৈশিষ্ঠগুলো দেখার পাশাপাশি এখানে কিভাবে বিড/এপ্লিকেশন করতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়, প্রজেক্ট পাওয়ার পর কিভাবে সমাপ্ত করতে হয়, কিভাবে টাকা তুলতে হয় সবগুলো বিষয় দেখব।

     

3 thoughts on “আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? -২য় পর্ব

Comments are closed.

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top