নতুনরা কি শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন

what-should-we-learn-for-starting-freelancing

নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটি ব্যাপার মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে! কোন বিষয় শিখে ফ্রিল্যান্সিং শুরু করলে ভাল হবে? বর্তমানে ফ্র্যল্যান্সিং আলোচিত বিষয় হলেও, নতুনদের কাছে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এই রকম প্রশ্নের উদয় হয়।

এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আসলে সিকুয়েন্সলি অনেক বিষয় চলে আসে আর আসাটাই স্বাভাবিক।

আজকে কথা বলবো শুধু কোন বিষয়গুলোতে দক্ষতা বাড়ানো উচিত ফ্রিল্যান্সিং কে টার্গেট করে, এবং কার কোন বিষয় বেছে নেওয়া উচিৎ।

আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে, সাধারণত যারা নন টেকনিক্যাল (মানে যাদের একাডেমিক CSE, Marketing, Graphics Or Fine Art ডিগ্রী নেই) বা কোন বিষয়ে দক্ষ নয় তারা নতুন করে যেহেতু ফ্রিল্যান্সিং করবেন তাই সেক্ষেত্রে দ্রুত কিভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মার্কেটে কাজ করা যায় সেই বিষয়টাতেই এখন ফোকাস করবো। পূর্বে যাদের অভিজ্ঞতা নেই ভার্চুয়াল সার্ভিস দেওয়াকে কেন্দ্র করে, তারা আমাদের এই আলোচনায় একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন।

ফ্রিল্যান্সিং যেহেতু হার্ডওয়ার্ক করতে হয় তাই প্রথমত নিজের পছন্দসই কোন কাজকেই প্রধান্য দেওয়া প্রয়োজন, পছন্দের কাজ ছাড়া লং টাইম কাজ করা, হার্ডওয়ার্ক করা একটু কঠিন। কারো কথায় বা অন্য কেউ কোন একটা দক্ষতা অর্জন করে অনেক বেশি আয় করছেন সেটা দেখে ঝাপিয়ে পড়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। যা কিছু সময় অতিবাহতি হওয়ার পরই আপনি নিজেই বুঝতে পারবেন।

তাই একটা লাইনে বলে যাওয়া ভাল, যে আপনি কোন বিষয়টাতে খুব বেশি ইনটারেস্ট ফিল করেন সেই বিষয়টা বেচে নিন। তাহলে দেখবেন নতুন কিছু শিখতে এবং এর জন্য লংটাইম কাজ করতে হলেও কখনই একঘেয়েমি লাগবে না। শুরুতে কোনটাতে বেশী টাকা ইনকাম করা যায় সেদিকে না চিন্তা করে আপনার কি ভাল লাগে তার উপরে গুরুত্ব দিন। অমুক ভাই এইটা শিখে অনেক টাকা ইনকাম করছে, আমিও এইটাই করব এই ধরনের বোকামির চিন্তা থেকে বেরিয়ে আসুন
আমি পারসনালি এমন অনেক
> গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সারকে চিনি যিনি ওয়েব ডেভলাপার বা ডিজিটাল মার্কেটার থেকে বেশি ইনকাম করে আবার এমন অনেক
> ডিজিটাল মার্কেটারকে ফ্রিল্যান্সারকে চিনি যিনি ওয়েব ডেভলাপার বা গ্রাফিক্স ডিজাইনার থেকে বেশি ইনকাম করে আবার এমন অনেক
> ওয়েব ডেভলাপার ওয়েব ডেভলাপার কে চিনি যিনি ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার থেকে বেশি ইনকাম করে

সুতরাং মূল বিষয় হচ্ছে স্কিল, আপনার স্কিল বেশী থাকলে আপনি অন্য অনেক ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের থেকে বেশি আয় করতে পারবেন

 

এবার আসুন দেখি কার জন্য কোন বিষয়টি ভাল হতে পারে তা নিয়ে আলোচনা করি

১। ডিজিটাল মার্কেটিং
একজন সফল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে অনলাইনভিত্তিক সকল প্রযুক্তির সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। আর এগুলো একদমই কঠিন কিছু না। আপনি যদি বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকেন এবং জানেন কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং এর অনেক কৌশলই আপনি নিজে থেকে আয়ত্বে আনতে পারবেন।
কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে আপনি ডিজিটাল মার্কেটিংকে নিজের আয়ত্বে আনতে পারবেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
এসইও বা (সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে মার্কেটিং)
ইমেল মার্কেটিং

আপনি চাইলেই ডিজিটাল মার্কেটিং এর সোশাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করে দিতে পারেন এবং এর মাধ্যমেই আপনি আয় শুরু করে দিতে পারেন ।
যখন আপনি সোশাল মার্কেটিং করার পাশাপাশি এসইও তে দক্ষতা অর্জনের মাধ্যেমেও উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব। আপনি নন-ট্যাকনিকাল হলে, ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য ভাল একটি অপশন। আর ডিজিটাল মার্কেটিংই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভ্লাপমেন্ট থেকে একটু সহজ কাজ যা দিয়ে আপনি ৩ মাসের মধ্যেই ফ্রিল্যান্সিং করে আরনিং করা পসিবল। আমাদের বাংলাদেশীদের অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়, তারা অনেকেই এটি শিকে কম সময়ে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারবেন,

আর ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি যখন মোটামোটি টাকা আয় করা শুরু করবেন আপনার একটি ফাইনান্সিয়াল ব্যাকআপ হবে তখন আপনি ফুলস্টাক এসইও এবং এফিলিয়েট মার্কেটিং শিখে সারা জীবনই এই পেশাতে থাকতে পারবেন এবং একটি স্মার্ট এমাউন্ট আয় করতে পারবেন।

যারা বিজনেস, সেলস, মার্কেট, এনালাইসিস , আপস ডাউন গ্রাফ ইত্যাদি ভালবাসেন, পছন্দ করেন তারা এই পেশাকে বেছে নিতে পারেন
২। ওয়েভ ডেভেরপমেন্ট 

আপনি যদি ওয়েভ ডেভেলপমেন্টকে আপনার ফ্রিলান্সিং করার জন্য বেছে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং কে মনেপ্রাণে ভালবাসতে হবে, আপনার মধ্যে লজিকাল বিষয় বুজার গুণাবলি থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। গণিত ভাল বুঝলে আপনার প্রোগ্রামিং করতে অনেক সুবিধা হবে এবং আপনি আপনার ক্যারিয়ারকে ওয়েব ডেভেলপমেন্টের শীর্ষে নিয়ে যেতে পারবেন।

ওয়েভ ডেভেলপমেন্ট শুরু করার জন্য প্রথমে আপনাকে এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে। আপনার যদি খুব বেশি ভাল-লাগা কাজ করে ওয়েভ ডেভেলপমেন্ট বিষয়গুলোতে তাহলে শুরু করে দিতে পারেন। প্রথম দিকে এইচটিএমএল এবং সিএসএস এবং বুটস্ট্রপ এর সাথে কিছু রেডিমেট জেএস প্লাগইন দিয়ে হালকা-পাতলা কাস্টমাইজ করে পিএসডি টু এইচটিএমএল, ওয়েবসাইট ডিজাইন এর মাধ্যমেই আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন তবে ওয়েভ ডেভেলপমেন্ট এ ভাল করার জন্য আপনাকে অবশ্যই ভাল করে জেএস, পিএইচপি/পাইথন শিখতে হবে।

যখন আপনি উপরের বিষয়গুলো ভাল করে শিখে ফেলবেন তখন আপনাকে আরেকটু বিশদ ভাবে এসব ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক গুলা শিখা শুরু করে দিতে পারেন।ওয়েব ডিজাইন/ফ্রন্টএন্ড এর জন্য বুটস্ট্রাপ এর বেকইন্ড এর আপনার কাজের ধরনের উপর নির্ভর করে নিচের যেকোনো একটি ফ্রেমওয়ার্ক শিখে ফেলতে পারেন জন্য

PHP – Laravel / CodeIgniter/ Symfony/ Zend
CMS – WordPress / Joomla
Phthon – Digengo
JS – Node.js. / React / Vue.js / Angular

আপনি ভিবিন্ন সিএমএস বা (Content management system) উপর বেইজড করেও ফ্রিল্যান্সিং করতে পারেন । সব থেকে বহুল পরিচিত হচ্ছে – ওয়ার্ডপ্রেস। নতুন রা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করার মাধ্যমেই মাসে অন্তত মিনিমাম ৪০০-৫০০ ডলার আয় করতে পারবেন অনায়াসেই। নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট চয়েস এবং সত্যি শুধু কাষ্টমাইজেশন করেই মার্কেটে কাজ করা সম্ভব।

 

৩। গ্রাফিক্স ডিজাইনিং 
ফ্রিল্যান্সিং স্টার্ট করে দেওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইন হতে পারে একটি চমৎকার সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডিজাইনের প্রতি ভালবাসা থাকতে হবে। যারা আঁকাআকি করতে ভালবাসেন, নতুন কিছু তৈরি করতে ভাল লাগে তারা ফ্রিল্যান্সিং এর জন্য এই পেশাটা বেঁছে নিতে পারেন
তবে অবশ্যই ইন্টারন্যশনাল মার্কেটে কোন বিষয়গুলো খুব বেশি চাহিদা এবং মার্কেট বেইজড নিড বুঝেই নিজেকে দক্ষ করতে হবে।

সে ক্ষেত্রে শুরুটা হয় সাধারণত প্রিন্ট আইটেম ডিজাইন দিয়ে। প্রিন্ট ডিজাইন বলতে বুঝায়, ডিজিটাল ব্যনার , ভিজিটিং কার্ড , ফ্লায়ার, রিজিউম ডিজাইন ইত্যাদি। শুধু মাত্র গ্রাফিক্স এর এই কাজগুলো শিখার পরেই শুরু করতে পারবেন মার্কেটপ্লেসে। তবে এখেনেই থেমে থাকলে হবে না।

শুরু করে দিতে পারলেও পরবর্তীতে নিজেকে ফোকাস করতে পারেন ইউআই ডিজাইনার বা (User interface) ডিজাইনের দিকে এবং সাথে সাথে ইউএক্স বা (user experience) ডিজাইনার হওয়ার দিকে। বর্তমানে একজন UI and UX ডিজাইনার এর ডিমান্ড অনেক বেশি।

উপরের বিষয়গুলো সত্যিকার অর্থে একদম নন-টেকনিক্যাল পারসনদের জন্য। এখন আপনিই বুঝে নিন কোনটি আপনার জন্য বেশী উপযোগী হবে

 

 

লেখকঃ রাজু আহমেদ চৌধুরী

Any kind of freelancing help join our Facebook group: https://www.facebook.com/groups/freelancerstorybangladesh

 

 

 

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top