ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ – ফ্রিল্যান্সারদের নিয়ে জরিপ

বর্তমানে বাংলাদেশে মুক্তপেশাজীবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। জনপ্রিয় বিভিন্ন মার্কেটপ্লেসে বাংলাদেশের নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যাও অনেক। বাংলাদেশী ফ্রিল্যান্সারদের সম্পর্ক নানান বিষয় নিয়ে একটি অনলাইন জরিপের উদ্যোগ নিয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ (www.digitalworld.org.bd)।

এই জরিপের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আর্থ সামাজিক অবস্থা, তাদের দক্ষতা ও কাজের ক্ষেত্র, চ্যালেঞ্চসমূহ উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাই শুধুমাত্র বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য এ জরিপের উদ্যোগ নেয়া হয়েছে। জরিপের ফলাফল আগামী ৬-৮ ডিসেম্বর ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ডে অনুষ্ঠেয় ফ্রিল্যান্সার সম্মেলনে প্রকাশ করা হবে। 

জরিপে অংশ নেয়া যাবে http://svy.mk/TkAgLG ঠিকানায় গিয়ে। এতে অংশগ্রহণ করতে বাংলাদেশী সকল ফ্রিল্যান্সারদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরো নানা তথ্য জানা যাবে ডিজিটাল ওয়ার্ল্ডের ফেসবুক ফ্যান পেইজে: facebook.com/Digital.World.Bd.2012

সার্চ ফ্রিল্যান্সারস্টোরি

Payoneer Signup

জনপ্রিয় লেখাসমূহ

Find us on facebook

Scroll to top